15 August 2022
স্বাধীনতা তোমাকে
কলমে:সৈয়দ হাস্নে আরা
যত স্বপ্নের ভাঙ্গা-গড়ায় এসেছ স্বাধীনতা তুমি
কত জীবনের রক্তে রাঙ্গানো এই স্বদেশভূমি...
জীবন-মরণ সংগ্রামের পর,কত কিছু হারিয়ে
সময় পেরিয়ে,তে-রঙ্গা পতাকায় আঁটকানো তুমি!
ক্ষতবিক্ষত ঘুমহীন সৈনিকের শবদেহে বাড়ে রঙের সংখ্যা!
তাজা-প্রাণের রক্ত চুমি!
দিবসের কাছাকাছি এলেই তোমার পসরা সাজিয়ে
চলে বেচা-কেনার ঘনঘটা। তোমাকে খুঁজতেই এখনও
কতজন নিরুদ্দেশ,কেউ অমরত্ব নিয়ে ইতিহাসের ভাঁজে!
মেঘ,বৃষ্টি,ঝড়ের মাঝেও তোমার ক্লান্তিহীন উড়ে চলা..
আর শুকনো খটখটে মানবতা তোমাকে খুঁজে ফিরে
চড়াই-উৎরাই এ!জননী জন্মভূমির মাটি আঁকড়ে ,
ভালোবাসায় লেপ্টে আছে...উপবাসী,বিলাসী যে যার
মতো--প্রতিটি ভারতীয়! তোমার সংখ্যার ভারে সময় ক্লান্ত!
তোমার কাছে বিনম্র প্রার্থনা...প্রতিকূলতার মাঝেও তোমার প্রতীক যেমন চব্বিশ টি স্পোকের আদর্শে উদ্ভাসিত হয়ে পথ দেখায়...বিবেকের দংশনে সপসপে লজ্জায় ভিজে উঠুক মানবতা!তবেইতো খুঁজে পাবো তোমাকে...ঘরে,পথে-প্রান্তরে,অর্থে-অনর্থে,শ্বাস-প্রশ্বাসে,অনুভবে-মননে,সমাধি আর শ্মশানে...
এইটুকুই চাওয়া তোমার কাছে...
বিনীত
হাস্নে আরা বেগম
@সৈয়দ হাস্নে আরা
স্বাধীনতা দিবসের জন্য
Comments
Post a Comment