15 August 2022
স্বাধীন ভারতবর্ষ
****************
সৃজনে~
(অসিত কুন্ডু )
কোটি কোটি মানুষের ভালোবাসার মানচিত্র আমার ভারতবর্ষ,
অশ্রু ভেজা মায়ের আঁচল বিজয় উল্লাসে জাগায় মনে বেঁচে থাকার হর্ষ।
যে দেশের মাটিতে জন্মেছিলেন গার্গীমৈত্রেয়ী,খনা,লীলাবতী,সতী সাবিত্রী দময়ন্তী,
মায়ের ভাষায় কথা বলা অবিরাম পথ চলা, একটি বৃষ্টি ভেজা সকালের যন্ত্রী।
স্বাধীনতা তুমি সবুজের বুকে সূর্য সমান লাল,
স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তমাখা দুলাল।
প্রতিটি ভারতবাসীর রক্তে মেশা আমার স্বপ্নের স্বাধীন সুখ
বিজয়ী পতাকা গেরুয়া সাদা সবুজেতে ভরায় মোদের বুক,
এদেশের বুকে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটি সুতোয় গাঁথা,
শ্যামল সবুজ বাংলার মাটিতে অঞ্জলি ভরা এক ই আসন পাতা।
যখন তোমার অন্তর জুড়ে সৃষ্টির উল্লাস,
সৃষ্টির মাঝে তোমার সৃষ্টি সকল যেন সুখেতে নেয় শ্বাস।
◆◆◆◆◆◆
Comments
Post a Comment