15 August 2022



স্বাধীনতা
    ঝর্ণা শাসমল

স্বাধীন দেশের স্বাধীন আনন্দ
ছুটে চলে এদিক থেকে ওদিক পানে কত বিহঙ্গ।
নেচে নেচে বলে আমরা পেয়েছি,পেয়েছি অগাধ স্বাধীনতা
সারাজীবন রেখে দেয় যেন
আমাদের বিধাতা।
পরাধীনতার গ্লানি আর 
সহিতে নাহি পারি,
শত শত বীরপুরুষ,দেশের তরে করেছেন মারামারি।
অকালে জীবন দিয়েছেন যারা,সকল মানুষের স্বাধীন থাকার আশায়,
তাঁদের কৃতিত্ব কিভাবে বলা যায়,
খুঁজেছি নিজের ভাষায়।
ইতিহাস পড়ে জেনেছি অনেক
মহান ব‍‍্যক্তির কথা,
তাদের দান ভুলিতে না পারি
মনে রইল ব‍্যাথা।
মনের সাহসে এগিয়ে চলেছে তারা
পিছ্পা হয়নি কখনও।নিজস্বার্থ ভুলে,পরাধীনতার চাপে
প্রান দিয়েছেন তখনও।
ভাগ‍্য করে জন্মেছি আমরা
নবীন মানব যত,
ভাগ‍্যের পরিহাসে অতীতে
যারা ছিলেন।
কত অত‍্যাচার সহ‍্যকরে
স্বাধীনতা আমাদের দিলেন।
ভারতের নাগরীক হিসাবে গর্ব করি 
যাদের অকুল মানবতা,
তারাই আমাদের ফিরিয়ে দিলেন
১৯৪৭ সালের ১৫ই আগষ্ট স্বাধীনতা।।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )