15 August 2022
স্বাধীনতা
ঝর্ণা শাসমল
স্বাধীন দেশের স্বাধীন আনন্দ
ছুটে চলে এদিক থেকে ওদিক পানে কত বিহঙ্গ।
নেচে নেচে বলে আমরা পেয়েছি,পেয়েছি অগাধ স্বাধীনতা
সারাজীবন রেখে দেয় যেন
আমাদের বিধাতা।
পরাধীনতার গ্লানি আর
সহিতে নাহি পারি,
শত শত বীরপুরুষ,দেশের তরে করেছেন মারামারি।
অকালে জীবন দিয়েছেন যারা,সকল মানুষের স্বাধীন থাকার আশায়,
তাঁদের কৃতিত্ব কিভাবে বলা যায়,
খুঁজেছি নিজের ভাষায়।
ইতিহাস পড়ে জেনেছি অনেক
মহান ব্যক্তির কথা,
তাদের দান ভুলিতে না পারি
মনে রইল ব্যাথা।
মনের সাহসে এগিয়ে চলেছে তারা
পিছ্পা হয়নি কখনও।নিজস্বার্থ ভুলে,পরাধীনতার চাপে
প্রান দিয়েছেন তখনও।
ভাগ্য করে জন্মেছি আমরা
নবীন মানব যত,
ভাগ্যের পরিহাসে অতীতে
যারা ছিলেন।
কত অত্যাচার সহ্যকরে
স্বাধীনতা আমাদের দিলেন।
ভারতের নাগরীক হিসাবে গর্ব করি
যাদের অকুল মানবতা,
তারাই আমাদের ফিরিয়ে দিলেন
১৯৪৭ সালের ১৫ই আগষ্ট স্বাধীনতা।।
Comments
Post a Comment