15 August 2022



স্বপ্নের স্বাধীনতা
দেখতে দেখতে বয়স হল তার ছিয়াত্তর। যেদিন তার জন্ম হলো, সেদিন দেশের মানুষ এর সেই কি উন্মাদনা...। শঙ্খধ্বনিতে বরন করে নিল দেশবাসী ।
     কত যে বলিদান এর ফসল সে। তাকে পেতে কত মায়ের কোল ফাঁকা হল,কত সন্তান অনাথ হল,কত নারী হারালো তার ভরসার মানুষ কে।
তবুও ভাবলো আসুক.….সে আসুক।
সে এলো ,উৎসাহে আনন্দে বরন করে নিল দেশবাসী।
তবে আজ যখন তার ছিয়াত্তর,
তখন আজকের প্রজন্ম কে যদি প্রশ্ন করা হয়, স্বাধীনতা কি? তারা হয়তো সঠিক উত্তর দিতে পারবে না। এতে ওদের কোন দোষ নেই।কারন পরাধীন  দেশের নাগরিক
হ‌ওয়া যন্তনা তারা অনুভব করেনি।
বাস্তবে এখনো আমরা পরাধীন।
পরাধীন অসাধূ , জালিয়াত ও প্রতারকদের হাতে।
ভেবে লাভ নেই। স্বাধীনতা সংগ্রামী দের কাছে স্বাধীনতার মানে ছিলো একরকম আর এখন অন্যরকম। এখন স্বাধীনতা দিবস মানে একটা ছুটি র দিন,হোইহুল্লোর করার দিন।
ধিরে ধিরে আমরা বোধহয় পরাধীনতার দিকে এগিয়ে চলেছি।
জাগো জাগো ভারতবাসী জাগো।
                   জয়হিন্দ।
                (শ্রাবনী গাঙ্গুলি)


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )