15 August 2022



শুধু দ্রোহের কথা কই 
    কবিতা সংকলন 
      তপন বিশ্বাস
      ***********
               1
শুধু দ্রোহের কথা কই
            *****
নেতাজী ----
নীতি নৈতিকতার চূড়ান্ত পদস্খলন 
নানা অছিলায় শাসকের নিপীড়ন  
মানবিক মুল্যবোধের অধঃপতন  
প্রতিনিয়ত এসব দেখে দেখে 
অবশেষে 
বিধ্বস্ত, কিংকর্তব্যবিমূঢ় হয়ে
তোমার এই "দিল্লী চল" 
বীরবিক্রম স্ট্যাচুর সম্মুখে
আমার অব্যক্ত মনস্তাপ
ব্যক্ত করিলাম স্ববিনয়ে।  
এখনো তোমার
এই সাধের স্বাধীন দেশে 
স্বাধীন আমি নই। 
এক অঘোষিত স্বৈরতন্ত্র 
আর নরবলির স্বীকার হয়ে 
কেবল গনতন্ত্রের বোঝা বই।
এখনো সীমাহীন 
অনিয়ম অশান্তির জনাদেশে 
শাসকের হাত শক্ত হয়। 
শাসকের হয়ে বিবৃতি দিয়ে   
ঘাতক নির্ভয়ে কথা কয়।
গরীব দুঃখীর কথা ভূলে 
নেতা,মন্ত্রী,আমলারা সব
আখের গুছিয়ে যায়।
রাজকোষ শূন্য করে 
আপন স্বার্থে মত্ত হয়ে 
শাসক সদা ব্যস্ত রয়। 
এখনো তোমার 
এই সাধের স্বাধীন দেশে
তোমার চিরশত্রু 
বৃটিশ-র ফর্মুলা অব্যাহত।
অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধে
শাসক, ঘাতক সমানে একত্রিত।
পূঁজিবাদীর নয়া নীতিতে
শ্রমিক ছাঁটাই হয়
ভূস্বামীর বাহাদুরীতে
কৃষক কষ্ট পায়।  
শিক্ষাঙ্গনে রক্তপাত
শিক্ষক রহে ভয়ে
হাসপাতালে ডাক্তার নেই
পিয়ন কথা বলে।
লোকাল থানায় দালাল ভর্তি
নেতারা চালায় থানা
রেশন ডিলার করে চুরি
ধরতে তাদের মানা।
ধর্ষকের বিজয়োল্লাসে 
চারিধার কাঁপে  
অসহায় মা,ভগ্নীরা সব
মুখ ঢেকে পথ চলে। 
এখনো তোমার
স্বাধীন বিচার ব্যাবস্থায়
নির্দোষীর সাজা হয়
অর্থবলে দোষীরা সব
বেকসুর খালাস পায়।
নেতাজী তোমার 
এই সাধের স্বাধীন দেশে 
এসব দেখে, বুঝেসুঝে
বিস্ময়ে দিশেহারা হই।
তাই শাসক আর ঘাতকের 
রক্তচক্ষুর আস্ফালনে
আমি দ্রোহের কথা কই
শুধু দ্রোহের কথা কই।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )