15 August 2022
***আমার স্বাধীনতা***. 15/8/21
*** ধীরাজ কুমার গিরি ***
চারিদিকে আজি মহা কলরব সমারোহে
পৎ পৎ করি উড়িছে নিশান।
বন্দেমাতরম্ বন্দেমাতরম্ ধ্বনিতে
75তম বর্ষে শুনি ভারতমাতার জয়গান।
জাগিছে ভারত জাগিছে মানব
মহা বিপর্যয় ছাড়ি হয়েছে আগুয়ান।
হারিয়েছি যত, রবে তারি ক্ষত
দেশমাতৃকার হতভাগ্য অমর সন্তান।
বীর, বীরাঙ্গনা, করি তাদের বন্দনা
ভুলি নাহি কভু তাদের ভক্তির অবদান।
নিরাশার গ্লানি, মানিবো না মানি
স্বচ্ছ ভারত লক্ষ্যে চিহ্নিত হবেই যত চোর শয়তান।
অভিমান ছাড়ি, রাখি দুর আড়ি
মহান আত্মনির্ভরে সবে হও আগুয়ান।
করিনু শপথ, টলিবে না ভারত
অন্তরে গাহিব বিজয়ের জয় গান।
জয় স্বাধীনতা, বিনাশো কলুষিতা
আসুক প্রকৃত প্রেমের হৃদয়ের টান।
সমীচীন সমাধান, রাখিব মায়ের মান
দিকে দিকে ধ্বনিত আজি বন্দেমাতরম্।।
Comments
Post a Comment