15 August 2022




কবিতা - আজাদী কা অমৃত।
- হাবিবুর রহমান, বারুইপুর, কলকাতা ১৪৪

স্বাধীনতার পঁচাত্তর বছর।
'আজাদিকা অমৃত ' উৎসব পালন হচ্ছে সাড়ম্বরে।
উদ্বাহু ভারতবাসী,আহা কী মজা, কী মজা!
বিশ্বের দরবারে বাড়ছে ইন্ডিয়ার সুনাম।
আমরা এখন বিগ পাওয়ার।
আমি ভারতবাসী,
ফুলছে ছাতি ছত্রিশ ইঞ্চির বেশি।
সাবাস আমার দেশ,'আজাদী অমৃত' বেশ বেশ।
কিন্তু বেসুরো কেন যুবক বৃদ্ধের অধিকাংশ।
দেশের অভ্যন্তরে হতাশার রেশ।
চাকরিনেই,দুর্নীতি,বাজারমন্দা,মূল্য আকাশ ছোঁয়া,
নিত্য ব্যবহার্য-এ সাধারণের হাতে লাগছে সেঁকা।
গোদের ওপর বিষফোঁড়া  - 
রাম রহিমে  ষাঁড়ের লড়াই।
পাশাপাশি বাস,অথচ এসেছে অবিশ্বাস।
জিজ্ঞেস করুন ওমর চাচাকে,পালন জেঠুকে।
শেকল ভাঙার গান গেয়ে,এক চটাইয়ে শুয়ে,
ওরা ছিনিয়েছিল আজাদীকে।
নিশ্চয় এ আজাদী দেখার জন্যে নয়।
ধন ধান্যে পুষ্পেভরা ' ভারত'  নামের বসুন্ধরা,
ফিরিয়ে দাও ক্ষমতাধারিরা।
সেটাই হোক আজাদির অমৃত মহোৎসব।
ভেদভাও ভুলে সম্প্রীতির চাদরে মিলিয়ে দাও সকলকে।


হাবিবুর রহমান, বারুইপুর, কলকাতা ১৪৪,m- 8910928169

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )