কবিতা ( Poem )
কবিতা --- প্রেমের বাতাস
কলমে --- বিকাশ যশ
---------------------------------------
প্রেমের বাতাস বইছে বলেই
আসছে সুখের ফাগুন
প্রেমের বাতাস বইছে বলেই
লাগছে মনেতে আগুন ।
প্রমের বাতাস বইছে বলেই
বৃষ্টি ঝর ঝর
প্রেমের বাতাস বইছে বলেই
হৃদয় এত বড়।
প্রেমের বাতাস বইছে বলেই
বাঁধছে সুখের ঘর
প্রেমের বাতাস বইছে বলেই
পায় না অবসর।
প্রেমের বাতাস বইছে বলেই
নেই মুখেতে চাবি
প্রেমের বাতাস বইছে বলেই
রাখছে সুখের দাবি।
প্রেমের বাতাস বইছে বলেই
ফুল ফোটে ফুল বনে
প্রেমের বাতাস বইছে বলেই
ঝড় তোলে ঐ মনে।
প্রেমের বাতাস বইছে বলেই
গাইছে পাখি গান
প্রেমের বাতাস বইছে বলেই
মন করে আনচান ।
-------------------------------------
Comments
Post a Comment