শুভ নববর্ষ ১৪২৯


আজ বোশেখে
সমরেন্দ্রনাথ ঘোষ
আজ বৈশাখের প্রথম দিনে
শুভেচ্ছা  পাই কত, 
পাঠিয়ে দিল বহু লোকে 
বন্ধু  ছিল যত। 
ওরা যেন  ভালো  থাকেন
চড়া গরমের দিনে, 
ঠান্ডা  হাওয়া  পান না সবাই 
নতুন  এ সি কিনে। 
নুন আনতে  পান্তা  ফুরোয়
আজকালকার  দিনে, 
যায় না বাঁচা কোনোমতেই
ভালোবাসা  বিনে। 
নববর্ষে কামনা করি 
সবাই  ভালো  থাকুন, 
নিজে ভালো  থেকে ভাই 
অন্যে ভালো রাখুন।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )