শুভ নববর্ষ ১৪২৯
শিরোনাম : বেশ আছি।
✍️ রাজা চক্রবর্তী
তারিখ : ৮/৪/২২.
দু-বেলা কাজের মধ্যে ডুবে আছি,
খেয়ে আছি, বেঁচে আছি,
স্মরণে আছি, মননে আছি।
নিজস্ব স্বপ্নের বুদবুদে ডুবে আছি।
গর্ভবতী নারীর মতন গর্ভে ভ্রুণের স্বপ্ন নিয়ে বেঁচে আছি। শুধু বেঁচে আছি.......
সধবার শাখা পলা ও কপালের রক্তিম সিঁদুরের উজ্জ্বল তাঁরা, কখন বেয়ারা মেঘ এসে ঢেকে দিয়ে যায়, সেই ভয়ে নিয়ে বেঁচে আছি।
পোকামাকড়ের সঙ্গী হয়ে বেঁচে আছি।
রয়েছে গাছপালা, পাখির কলরব, সব আছে।
তবু একটা সুতোর মত পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে অসাবধানতা হয়ে উপর থেকে খাদে পড়ে গিয়ে স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ভয় মনে জাগে,
তাই ঘাসের ভিতর মুখ ঢুকিয়ে পোকামাকড়ের সঙ্গে বেঁচে আছি।
অপমানিত হয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধ বৃক্ষগুলো।
সমাজের রুক্ষ চুলের ভিতরে উকুনে মতন ঘুরে বেড়ায় এই দুনিয়ার দালাল।
সমাজের ভেতর দেখতে পাই বাঘ-সিংহের নখের দাগ। আঠারো ঘায়ের রক্তপুঁঞ্জ সেসব রয়েছে।
হাঙ্গরের তীক্ষ্ণ দাঁতের হাসি লেগে আছে ।
সে দৃশ্য চোখ ঘুরিয়ে একবার দেখি, আবার খাসে মাথা গুঁজে ফেলি। তবুও বেঁচে আছি.....
দিনের সত্তর ভাগ তুচ্ছতার ধুলো মেখে বেঁচে আছি।
পুতুলনাচের সুতো সর্বাঙ্গে পেরেক গেঁথে,
সুতো টানা শক্তির সমতা বজায় রেখে, জাহাঙ্গীরের অভিনয় করে বেঁচে আছি, আতরের গন্ধ গায়ে মেখে নুরজাহানকে খুঁজি।
খাঁ সাহেবের গানে মালকোশ রাগ শুনে মাঝে মাঝে মনে হয়, ঝনঝন করে ভেঙ্গে যাবে সমস্ত পাষাণ হৃদয়র সামাজিক অট্টালিকা...., কিন্তু না,
পরক্ষণই দেখি আমার ভাঙা হৃদয়ে ফুটে আছে একটি বৃষ্টি ভেজা গন্ধরাজ।
তাকে নিয়েই বেঁচে আছি.....
এভাবেই বেশ আছি।
R.c..@..8/4/22.
Comments
Post a Comment