শুভ নববর্ষ ১৪২৯


কবিতা- *অবুঝ মন* 
কলমে - *বিপ্লব ভট্টাচার্য্য*

নির্জন নদীকূলে একাকী আমি
শান্ত নদীতীর তবু অশান্ত ঢেউগুলো
পায়ের কাছে আছড়ে পড়ছে।
ওপারে সবুজ বনানী শান্ত গ্রাম।

তোর কথা আজও মনে পরে
মনে পরে নদীর স্রোতের মতো
কালো চুলের প্লাবন-
আমি তোর মনের সৌন্দর্যে পাগল হয়ে ছিলাম।
তবু তুই আজ আমার মনটাকে
ভেঙে মুচড়ে দিয়ে চলে গেলি।
আজ আমার সব স্বত্বা তোর কাছে মূল্যহীন।

এখন প্রকৃতির প্রেমে অন্ধ আমি
আমার অবুঝ মন—
সবুজ পাখিকে হাতছানি দিয়ে ডাকে-
কেন জানিস?
ওরা আমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারে না।
ওদের মনের কথা যে আমি বুঝতে পারি,
আমার মনের ব্যথায় যে ওরাও সমব্যথী।
তাই অশান্ত নদী, পাহাড় পাখির ডাক
আজও আমাকে হাতছানি দেয়...

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )