শুভ নববর্ষ ১৪২৯
কবিতার নাম-শুভ নববর্ষ
কবির নাম-শ্রীরাজদীপ
ঠিকানা-কমলপুর বাঁকুড়া ভারত
তারিখ-১৭/০৪/২০২২
***********************
নতুন বছরে চরণ ফেলিয়া আজি তোমারে স্মরণ করি।
পুরানো বছরে কত কি ঘটেছে ভুলিতে কি আর পারি?
হারিয়েছি মোরা কিংবদন্তি সংগীত জগতের লতা।
কত গান গেয়ে হাসালে কাঁদালে নীচু করে কি মাথা।।
মধুর কন্ঠী সন্ধ্যাদি তোমায় হারিয়েছে মহাপৃথিবী।
সংগীতের সুরে কত কি দিয়েছো মন পর্দায় ওঠে ছবি।।
পি কে ব্যানার্জি চুনী গোস্বামী সৌমিত্র চ্যাটার্জী দেশে।
কাঁদালে সবারে করোনার কালে বিদায় নিয়েছিলে নিজে হেসে।।
কেন চলে গেলে অভিষেক তুমি নায়কের পদ ত্যাজি।
তোমার আসন শূন্য রাখিয়া টলিপাড়া বিনে মাঝি।।
শন্তু বিহীন বাদশার আসন অভিনয় অভিমানে।
ফিরিয়া আবার পারো না আসিতে অভিনেতা সিংহাসনে।।
নতুন বছরে খুলেছে দুয়ার শান্তি স্বস্তি যেন পুণ পাই।
যেমতি মথুরা শোভে নাই কভু বিনোদ বিহনে রাই।।
বিশ্ব হইতে পুরানো বছরের বিদায় হোক মহাযুদ্ধ।
ইউক্রেনে যত বিপদ ঘিরেছে রুশ অপসারি ক্রূদ্ধ।।
নতুন বছরে বাংলায় হোক সুজলা সুফলা ফসলে।
ভূমি আন্দোলন শান্ত হউক অধিক ফল হোক এসমতলে।।
ভারতের সব সীমান্তে সমর হিংসা ও গোলাগুলি।
থামুক যতনে খুন ধর্ষন মিথ্যা ভাষণ বলাবলি।।
Comments
Post a Comment