শুভ নববর্ষ ১৪২৯


শিরোনাম:কবিতা তোমায় ভুলিনি
কলমে: আমি কেয়া
তারিখ:০৬/০৪/২২

আমি অক্ষরকে কাছে ডেকে বললাম,থাকবি আমার কাছে?
আমার মতো করে!ঠিক যেমনটি চাই।
অনেক ঝড় ঝাপটা,বিচ্ছেদ.....
হঠাৎ তার আগমন,চুপিচুপি কথাবার্তা
নিষ্পত্তি চুক্তি,বলে গেল সঙ্গে আছি তোর।
সেই আমার খেলার সঙ্গী,খেলোয়াড় হয়ে উঠেছি,
হার জিতের লড়াই প্রথমে হারলেও শেষমেষ জিত আমারই,
অর্পিত হিসাবে চেয়েছিলাম তাদের সমষ্টিকে,
পরের পর বসে আমার সাথে এসে যোগ দিল খেলায়,
খুব আনন্দ,পুলকিত মন, সবাইকে নিয়েই আমার সুখের খেলার সংসার
সবার একসাথে নাম দিলাম শব্দ,ভারী সুন্দর।
খুনসুটি মারপিট লেগেই থাকে তাদের মধ্যে,
কেউ কারো পিঠে চাপছে আবার কেউ কারো ঘাড়ে,
কারো একটু লেজটা ছোট,কারো লেজটা ঘাড়ের ওপরে,
সবাইকে নিয়েই দিন রাত যাপন,আমার ভালোবাসা।
তাদের সাথে যোগ দিতে লাগলো আরো কত শব্দ,
আমিও টেনে নিলাম কাছে,যুক্ত হল তাদের সাথে,
পর পর বসে অনেক শব্দ একসাথে হলো,
ভাবতে লাগলো তারা,আমরা ঠিক কিনা?
উত্তর এলো আমরা ঠিক,এগিয়ে চলেছি...
নাম দিলাম বাক্য,ভালোলাগার সম্পূর্নতা,
অলংকার দিয়ে নিজেকে নিজেই সাজিয়ে তুললো,
আমি শুধু তাদেরকে ভাবতে বলি,সহমত পোষণ করি,
থাকতে বলে আমার কাছে,ভুল হলে আমি গুছিয়ে নেব,তবুও হারিয়ে যাস না..
বাক্যর পর বাক্য তারপর আরো বাক্য পিছু নিল,
আনন্দ দুঃখ কান্না হাসি সবই যেন তাদের মধ্যে আছে,
একদম আমার মনের মতন,তারা আমার মনের কথা বোঝে,
তারাই আমাকে হাসায় কাঁদায় ভালোবাসে যত্নে আগলে রাখে,
তখন আমি তাদের নাম দিলাম "কবিতা"
আমার ভালোবাসা প্রিয় "কবিতা"।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )