শুভ নববর্ষ ১৪২৯


বিভাগঃ- কবিতা 
শিরোনামঃ- প্রত্যাশা সব পুষি ।  
লেখায়ঃ- বদরুল হোসেন লস্কর।
তারিখঃ-১৫/০৪/২০২২
======================
নববর্ষ এসো তুমি, ভোরের আলো হয়ে।
সুস্থতা হোক সূর্যের আলো, শান্তিও নির্ভয়ে।
পথের সাথীর পথের দাবী, সবার ভালবাসা।
দেয়া নেয়ার সুখগুলো সব, শুভ মনের আশা।
সব কলমের সৈনিকেরা, শুভ প্রত্যাশাতে।
অভিপ্রায়ের সুখগুলো চায়, শুভ দক্ষতা"তে।
নববর্ষ নতুন দিনের, নতুন প্রেরণা'তে।
শান্তি সুখের গড়বে জগৎ, শুভ সখ্যতা'তে।
পথশিশুর প্রাণে জাগুক, খুশির নির্ভরতা।
অসহায়ের পাশে থাকুক, সহায় সকল দাতা।
ইতিবাচক দায়িত্ব সব, চর্চা আলোচনা।
নেতিবাচক ধুয়ে-মুছে, উন্নত হোক সোনা।
নিত্যনতুন শুভকামীর,শুভ চিন্তা হতে।
সানন্দে সব আনন্দ সুখ, গড়বে তাদের মতে।
আবর্জনা দূরে ফেলে, স্বচ্ছ সংস্কারের।
অভিজ্ঞতা লাগবে কাজে, সফল আবিষ্কারের।
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে, ভুলতে হবে বলি।
সুবিচারের সুরক্ষা চাই, সবাই মেনে চলি।
হালখাতা'তে পাওনা দেনা, মিটিয়ে দিতে চাই।
নতুন জীবন নতুন বছর, হবেই সুখের ভাই।
নবীন-প্রবীণ নারী-পুরুষ, শিশুর ভালোবাসা।
অধিকার আর সুখে থাকার, মেটাতে সব আশা।
অতন্দ্র সব শুভ মনের, প্রচেষ্টা সব যত।
লক্ষ্য পূরণ সংগ্রামীদের, কর্মে অবিরত।
নৈতিকতার বিশুদ্ধতা, যারা হরণ করে।
সমর্থনের নেইকো সুযোগ, মানবো ঘরে ঘরে।
ভোরের আলোর সোনালী রোদ,সবার মনের আশা।
বর্ণমালার শব্দগুলো, ফুটিয়ে তুলুক ভাষা
জাগ্রত হোক ভাষা হতে, বাস্তবতার খুশি।
শুভ শুভ হৃদয় মনে, প্রত্যাশা সব পুষি।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )