শুভ নববর্ষ ১৪২৯


*এসো হে নতুন*
*ভাস্কর বনিক*
এসো হে নতুন, চির নবীন, 
শুভ সঞ্চালনে হে অপ্রতিম।
হৃদয় কাননে কাঙ্ক্ষিত আশা,
নিরাময় হোক মানস বাসা,
ঝরুক মুক্তি অহমিকা ছেদী।

আমার আমিকে করহে ধ্বংস, 
পুড়িয়ে ফেলো অচেতন অংশ।
পুরাতন রাগ, চাপা অভিমান, 
বিসর্জন হোক নির্মম নিস্বান,
সরসে পরশে দুঃখের অবধি।

পথের ক্লান্তি হোক দূরীভূত, 
দীনতার জ্বালা হোক পরাভূত।
মজুক অন্তর সহনের শক্তিতে,  
চলুক জীবন কর্মের ভক্তিতে, 
এসো আঁধার প্রাচীর ভেদী।

সংযত হোক অনীপ্সিত প্রবৃত্তি,
যুদ্ধের বাসনায় পড়ুক ইতি।
নব আনন্দের জাগরূক মননে,
সতত আকুল চিদাত্মা সাধনে,
অপেক্ষার প্রহর গুনি নিরবধি।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )