শুভ নববর্ষ ১৪২৯
কবিতার শিরোনাম:জীবনের জলছবি
কলমে:অরিজিৎ ঘোয (১৫/০১/২২)
কোনো দিন নিজের মতো দিন হলো না,ঘেরাটোপ,
কোনো একটি দিন অবিরাম ইচ্ছার কর্তৃত্ব,মরিচীকা,
মনে ও শরীরে অসংখ্য বিভেদ,আমার নিজস্ব চোখে দেখা আমার কষ্ট,নোনা জলের নীচে আগুন।
সব মিলিয়ে দারুণ পদ্য লেখার কারসাজি,
আর সমস্ত আমিটা ছন্নছাড়া হয়ে যন্ত্রণার অমরত্ব।
পাঁজরের কুঠির ভিতরে অবিরাম কেঁদে চলেছে লালনের অচীন পাখি,অনন্ত আকাশের হাতছানি।
দুরূহ সব নানা কারণে সেই একই বাঁচার নানা ছক,
অর্থহীন সব আলস্যে ভরা মৌসুমী স্বপ্নের উড়ান,
মিথ্যার বেড়া দিয়ে ঘেরা হাসির রসমালাই বা লাড্ডু,
বিবিধ চক্করের ফাঁদে আত্মপ্রতারণার বিবিধ ক্ষত।
আমার সাথে সাপলুডো খেলছে বিচিত্র কত লোকজন,চেনা-অচেনা,নামী-অনামী,এদিকে
পাশের বাড়ির বড় খোলা জানালার ফাঁক দিয়ে একটানা বিলম্বিত লয়ে শোনা যাচ্ছে বসন্ত বাহার, মা সেই গুটিগুটি পায়ে এসে বলে,"বাবা,চল খাবি চল,অনেক রাত হলো,খাবার যে সব ঠাণ্ডা হয়ে গেল,"-হঠাৎ একবার কেমন যেন সব ওলটপালট হয়ে গেল,কই আমিতো একা নই,জীবনের নিশ্চয়ই কিছু একটা অন্য মানে আছে,আমি জীবনের সাথে অধর্ম করতে পারিনা,অনেকের মধ্যেই আমি অনেক বার আমাকে চিনতে পারলাম,দেখি সবাই একই সমুদ্রে ডুবে আছি।
Comments
Post a Comment