শুভ নববর্ষ ১৪২৯


অন্ধ নীতিবাগীশ
চিন্ময় বিশ্বাস
১৫/০৪/২০২২

এক একটা সময় অতিক্রান্ত হয়, আলুনি বছরের মতো
কবিতা লিখবো বলে টেবিলে খাতা রেখে বসে আছি;
পানসে ভাতের জলে যেভাবে চোখ মেলে পানসে চাঁদ---
এবার সেও চোখ মেলবে।
পোস্ট পার্টাম ডিপ্রেশনে আটকে আছে মাটি,
যাকে মা বলে ডাকতাম।
নীতিবাগীশ ত্রি-নেত্র হারিয়ে ঘুমিয়ে পড়েন; অবচেতনে খোঁজেন অলীক স্বপ্ন!
ঠিক সেই সময় আমার কবিতার পাতায়,
উড়ে এসে পড়ে নারীদেহের পোড়া ছাই,
তখন কি তার শরীরে এঁটে দেব জল্লাদি প্রেমের তকমা?
নিজেকে নিরাপরাধ ভেবে আটকে আছেন স্মৃতির পরিসংখ্যানে,
একবার ভালো করে দেখুন পোড়া ছাইয়ের কালো দাগ লেগে আছে আপনারও মনে।
এবার নিশ্চয় আপনি প্রেমের কথা লিখবেন না?

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )