শুভ নববর্ষ ১৪২৯


নবীন বরণ ( দুই )

নবীন বরণ করেছি মা আমি
নবীন বরণ
ছোট্ট ছিলাম , তুমি বাবার বউ
ছিলে জানতাম
একটু বড় হতেই বুঝতে পারলাম
আমার মায়ের কদর বাবার কাছে কতটা
আমিও যে বাবার সম্পত্তি হয়ে উঠছিলাম
কাছে ডাকা বুকে হাত বোলানো
ঠিক কতটা বড় হয়েছি
ঠিক যেমনটা ফলটা কতটা পেকেছে
দেখা
মাঝে - মাঝে খদ্দের এনে দর - দস্তুর
মা পারেনি
আমি পেরেছি
আমার নববর্ষের পদার্পণ
সঙ্গে মা কে নিয়েছি
ইঁট ভাটায় কাজে যেতাম
এসে টাকা কটা বাবার হাতে তুলে দিতাম
ভেতর - ভেতর পাকা ব্যবস্থা করে
মাকে নিয়ে বেরিয়ে এসেছি
ভালো আছি , আমি , মা
মাথা উঁচু করে কাজ করে খাই
আর খুব গর্ব করে বলি
আমার বাবার বলিদান দিয়েছে কেউ
সেটা যে আমি , সেটা মনে -  রাখি
ও গর্ব অনুভব করি ।।

কলমে - স্বপ্না ব্যানার্জী

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )