শুভ নববর্ষ ১৪২৯
ক্ষমতা
স্বপ্না দত্ত চৌধুরী
০৯/১০/২০২১
ক্ষমতা!
আহা ! ক্ষমতার কি অসীম শক্তি।
খুব কষ্ট হয় যখন দেখি
কাছের মানুষ ,ভালোলাগা পছন্দের প্রিয় মানুষ
গতকালও কথা বলেছি প্রাণ খুলে,
নিশি নিদ্রা শেষে জেগে উঠে দেখি হঠাৎ……
কেমন যেন গেলো বদলে।
কত চেনা,কত আপন বলে ভেবেছি যারে
হয়ে গেল সে দূর দ্বীপবাসী।
কেন হয় !
কেন হল এমন ?
অনেক চুল ছিঁড়েও পাইনা ভেবে....
হয়তো ক্ষমতার জাদু কাঠির স্পর্শে সবই সম্ভব।
আমি মনস্তত্ববিদ নই, ওটা আমার সাবজেক্ট নয়।
শুধু বুঝি মন,
তাই আবেগী মন ভালোবাসার উষ্ণ পরশে ,
ভালোবাসার চাদরের আবৃতে
চায় ভালোবাসার মানুষ গুলোকে মুড়ে রাখতে।
আনন্দের আবহে সবাইকে নিয়ে ছোট ছোট খুশি
ভাগ করে গায়ে মেখে,
একসাথে জড়িয়ে থাকতে।
জীবন তো একটাই
ভুলি কি করে.....
না না! কোন হতাশা নয়,
নয় কোন ক্ষোভ ,
বলছিনা একথা কোন মান অভিমান থেকেও.....
আছে শুধু পাথর চাপা কষ্ট ,
খুব কষ্ট পাই এমন দমবন্ধ পরিবেশে থাকতে।
কেন... কেন মানুষ গুলো বদলে যায় ?
কি-ই জানি.....
ক্ষমতার অলিন্দে বুঝি এমনটাই হয়।
যদি আরও বড় ক্ষমতার নাগপাশে কখনো জড়ায় ?
কি হবে তখন !
ভাবি ... ভাবি অনেক কিছুই,
এই শেষ পারানির কড়ি গুনতে বসে।
মন, মানসিকতা, প্রীতি ভালোবাসার সম্পর্ক কিছুই নয়,
তুচ্ছ আজ
আছে শুধু মিথ্যা অহংকার.....
আর ক্ষমতার সুক্ষ চালে অলীক দম্ভের গ্রাস।
©®
Comments
Post a Comment