শুভ নববর্ষ ১৪২৯
কবিতা__স্বাগত নববর্ষ
কলোমে _পূর্নিমা রায়
তারিখ_১৫/০৪/২২
নতুন বছর আসলো বলে খুসির জোয়ার আর কোলাহলে মন প্রাণ
কত আশা আর ভালোবাসা পেলো তারা
নতুন আমেজে খুশির
নেশায় পাগলপারা দিশেহারা।
উধাও দুঃখ ঠোঁটের ফাঁকে হাসি খেলে যায়
গেয়ে ওঠে ওরা ভালোবাসার গান।
নববর্ষ কে স্বাগত জানাই সাধ্যমত সবাই
বেজে ওঠে মনে খুশির সানাই
কষ্ট ভুলে বরণ করি তারে
নতুন পোশাকে কচিকাঁচাদের সাথে আমরাও মাতি আনন্দেতে
শুভ নববর্ষ এ কথার বিনিময়ে
আশীর্বাদ আর ভালবাসা ভরে পাই।
হিংসা মারামারি রোগ শোক দুঃখ উধাও হয়ে যাক
নববর্ষ আনুক বয়ে অনেক খুশি
ভালোবাসার পূর্ণতা শুধু পাক।
Comments
Post a Comment