শুভ নববর্ষ ১৪২৯
তোমায় ভালোবেসে।
কলমে অশ্রুকণা দাস ।
চেনা পথের অচেনা গোলকধাঁধায়,
বেদুইন মন সুদূরে পথ হারাতে চায়।
তোমার ভালবাসার নিত্য চোরাস্রোতে,
ডুবুরি মন গভীর অতল তলে।
পরানে তোমার প্রেমের পরশ,
একটু ছোঁয়া গভীর আবেশ।
ছাতিমতলায় চাঁদনী সাঁঝে,
পথ ভোলা দুটি মন ভাসে উল্লাসে।
অঙ্গীকারে গাঁথা মালা দিয়ে,
পথচলা জীবনের সিঁড়ি বেয়ে।
ভালোবাসার নয়ন মেলে তোমায় হেরি,
সাগরের প্রেমে ঢেউ এর লুটোপুটি।
শ্রাবণ ধারায় মেঘের গুড়ুগুড়ু রবে,
তোমার প্রেমে সিক্ত আমি দিন রাতে।
প্রেমের অটুট বন্ধন নিঃস্বার্থ সন্ধিতে,
ব্যাকুল বেপরোয়া হৃদয়ে রোদেলা বসন্তে।
চেনা পথের অচেনা গোলকধাঁধায়,
বেদুইন মন সুদূরে পথ হারাতে চাই।।
Comments
Post a Comment