শুভ নববর্ষ ১৪২৯


বন্ধ্যা সময়

            মৌসুমী ডিংগাল

বন্ধু, এ সময় নয় বসে বসে কাব্য লেখার;
এ সময় নয় প্রেমিকের হাতে হাত রেখে
আকাশ কুসুম কল্পনা করার।

ঐ শুনতে পাচ্ছো গুলির আওয়াজ
ঐ দেখতে পাচ্ছো আকাশ থেকে বোমা বর্ষণ!
ঐ দেখতে পাচ্ছো ঝরে গেছে তাজা তাজা প্রাণ
রক্তাক্ত, বিকলাঙ্গ, পোড়া মাংসের দলা
ঐ দেখতে পাচ্ছো নুড়ি পাথরের মতো পড়ে
ঐ যে লাশ ছড়ানো ছিটানো কাছে দূরে!

বন্ধু, ঐ যে দেখতে পাচ্ছো রক্তের কালো দাগ
হ্যাঁ, ওখানে সকালেই খেলেছিল ছোট শিশুরা
ওখানেই ফুটেছিল ফুল প্রাণের আবেগে
ওখানেই সারারাত ধরে হয়েছিল নাচ গান।
ওখানেই ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল প্রেমিক পুরুষ!

কিন্তু আজ ধ্বংস হয়ে গেছে সব সৃষ্টি
ধ্বংস হয়ে গেছে গোলাপী বিবেক, নীল মনুষ্যত্ব
সে সবের আর কোনো চিহ্ন নেই
বাতাসে ও মনে তাই পোড়া বারুদের ঘ্রাণ
আভাস দিচ্ছে মৃত্যু আসন্ন প্রায়!

বন্ধু, তাই আর কাব্যের আভাষ নয়
চলো সবাই প্রতিরোধ গড়ে তুলি
নয়তো চলো তুমি আমি মৃত্যুর দিন গুনি।
                  সমাপ্ত

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )