শুভ নববর্ষ ১৪২৯
কবিতা- নববর্ষ (২১.৪.২২)
কবি- নীলাঞ্জনা নন্দিতা
স্থান - হিন্দমোটর হুগলী,
বৈশাখ মানে উন্মাদনা কালবৈশাখী ঝড়
বৈশাখ মানে বঙ্গাব্দের প্রথম মাসটি ধর
বৈশাখ হলো রবিঠাকুরের জন্মের রবিমাস
বৈশাখ হলো তাঁকেই স্বরণ সন্ধ্যা ও সকাল।
বঙ্গাব্দের শুরু ১লা বৈশাখ কবি গুরু হাসেন
জন্ম তাঁর ২৫শে বৈশাখ সকলে তা জানেন
বৈশাখী হাওয়া তপ্ত দুপুরে মুক্ত বিহঙ্গ ডাকে
ঝড় জল উপেক্ষা করে রবির গন্ধ মাখে।
ভূমন্ডলে রবিন্দ্র গীত আহা উৎফুল্ল শিহরণ
কি আনন্দ রবি মাখা সুর মেখেছে সর্ব প্রান
আম্র মুকুল কৃষ্ণচূড়া ধ্বনিত কোকিল স্বর
সুখ দুঃখ যতো বেদনা হাসি কান্নায় ভর ।
প্রথম প্রেম তাঁরই সাথে জল পরে পাতা নরে
সেই সুরে পাগলা হাতি কেন যে মাথা নাড়ে
টপ্পা বাউল প্রতিবাদের ঝড় তুলেছো লেখায়
দূরের নও প্রানের সখা হৃদয় করেছো জয়।
রবিতে স্থিতি বৈরাগ্য তুমি, তুমিই যে চঞ্চল
চির যৌবনা লাস্যময়ী প্রতিটি হৃদয়ে ঘর
নতুন সুবাস কালবৈশাখী নববর্ষের প্রীতি
বাঙালির ঘরে উৎসব ঢেউ সঙ্গে সম্প্রীতি।
গীতবিতান গীতাঞ্জলি হৃদয়ে দিয়েছি স্থান
রবিমাসে রবির সৃষ্টি শুধু আম্র মুকুল ঘ্রাণ
কালের গতি আসুক ফিরে এই বৈশাখ মাস
হৃদয় জুড়ে নববর্ষ তাতে রয়েছে রবীন্দ্রনাথ ।
Comments
Post a Comment