শুভ নববর্ষ ১৪২৯


কবিতা নেয় সুরের কোলে ঠাঁই
কললে,:- কৃষ্ণা চক্রবর্তী

কেটে গেছে অনেক গুলো বছর
মনের ভেতর বনপলাশের কলি,
সৃষ্টি ছাড়া আশার আনাগোনা
বয়েস বলে এবার আমি চলি।

পাগল পাড়ায় কবির গলায় গান
কবিতা নেয় সুরের কোলে ঠাঁই,
হাওয়ায় ভাসে মাতাল মহুয়ারা
বৃষ্টি ভেজা মাটির গন্ধ পাই।

ইচ্ছে গুলো আপন মনে ঘোরে,
অনেক কিছু লেখার আছে বাকি,
মনের মাঝে উথালপাথাল করে
কলম টাকে হাতছানিতে ডাকি।

কবিতা নেয় আলসেমি আড়মোড়া
তাকেও আমি অনেক ভালবাসি,
দিনের শেষে একলা রাতের বেলা
আঁধার কেটে অন্য মনে হাসি।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )