শুভ নববর্ষ ১৪২৯


কবিতার শীর্ষ নাম : —
                  স্বপ্নাবেষ্টিত বার্তালাপে......... ,
                                 অমিতাভ দত্ত 
জান, লিখি আমি কবিতা শুধু তোমারই জন্যেই,
শুধু তুমি অন্ততঃ ; শুধু তুমি পড়ো বলেই !
এছাড়াও তো আমি ; শুধু আমি, আর কেউই নয়,
কেবলই তোমার রূপ সৌন্দর্য্য কথা ভেবে ভেবে,
কেতকী বকুল সুগন্ধিত সুবাসিত সুবাসে,
মনাকাশে অনায়াসে অনাবিল সুখানুভূতি নিয়েই,
দুঃখ্যানুভূতি নিয়েও ; মৃত্যুও মেনে নিতে পারি !
কে যেন আড়ালেতে বিজনে নির্জনে একান্তে,
কঠোর উপবাসে প্রার্থনায় অশ্রুজলে ভাসে!
সে সিকোয়েন্সের ছবি আমায় কাঁদায়, 
দূর সুদূরের গহন অরণ্যে নগ্ন সৌন্দর্য্য শালবনে ।
সবুজ পল্লবে সজ্জিত সাজসজ্জায় আশালতা,
শোনায় বিলম্বিত বিস্তারে ভূপালীর তান সরগম, 
দোলায় দোদুল দোলে ছন্দে মনানন্দে সুর, 
স্পর্শসুখাবেশে স্পর্শসুর শিহরিত শিহরণে আকাশে 
গ্রীষ্মের খরতাপে জ্বালায় মন মোমের সুদীপ শিখা,
অন্তর্লোকের অনুভবে তোমার মুখচ্ছবি ভাষে!
শীৎকার ধ্বনিরব, সেতুবন্ধনে এষা অন্বেষা সন্ধানে,
স্মৃতির রোমন্থনে অযুত চিত্রের কেবলই আনাগোনা 
কাটে অলস মধ্যাহ্ন তোমার কথা ভেবে ভেবে.... !
কবিতা লিখি তো আমি শুধুমাত্র তোমারই জন্যে,
তুমি পড়ো বলেই...., তোমার ভালো লাগে তাই.... ,
জানোনা তুমি , পর্বতাকাশে প্রতিধ্বনিত সুর বাজে
ভাঙা গড়া যা কিছুই মধ্য সমুদ্রের উথালিপাথালি—
উর্মিমালা জানে ; পরকীয়া বাতাসেরা গুঞ্জন তোলে
শব্দলিপি গড়ে অন্তর্মনে নৈঃশব্দ্যিত গোপন ভাষা!
আমি শুধু লিখি তোমারই জন্যেই স্বপ্নাবেশে,
তুমি পড়বে বলেই, শুধুমাত্র তোমারই জন্যেই......!
আর তো মোটেই কয়েকটি দিনই শুধু বাকি,
রাখালিয়া মেঠো বাঁশি সুর তোলে অপরাধী মনে,
কিছুই কি যায় আসে, যদি থাকি বা নাই থাকি..... !
__________________________________________
                          স্বপ্নাবেষ্টিত বার্তালাপে....... ,
                                         অমিতাভ দত্ত

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )