শুভ নববর্ষ ১৪২৯


শিরোনাম  নতুন বছরে ভাগ্য
কলমে   প্রনতি তালুকদার 
তারিখ৷ ১৩/৪/২০২২

নতুন সকাল নতুন বছর 
আবার দেখ আসে।
এখন  আবার সূর্যি মামার 
মেঘগুলো সব ভাসে।

নতুন বছরেই আয়রে ছুটে 
করছে চোখের জ্বালা। 
ভোরেই আবার উঠতে হবেই 
পাখিরা সবাই পালা।

গাছের ডালে পাখির বাসায়
 তারাও জানে আজ।
নতুন বছরে সবাই মিলে এসে
করবে অনেক  কাজ।

আয়রে সবাই ছুটে ছুটে মাঠ
 ঢেউ খেলিয়ে আয়।
আজকে দেখ শ্যামল ধানের 
মাঠে চাষিরা যায়।

পুরনো স্মৃতি যতই ভালো 
পেছনে ফেলেই চলো।
নতুন সালেই নতুন আশায় 
বাঁচবে সবাই  বলো।

একটা বছর বাড়লো সবার
সাজবে সবাই নিজে। 
গাইবে আবার নাচবে সবাই 
তাই আসছে সেজে।

নদীর জলে ঢেউ খেলে যায়
মনের মাঝের সাজ।
নতুন নতুন আশায় বাঁচে চাষি 
তাই ঘরে ঘরে আজ। 

সবাই কেমন মজায় আছে
 শিশুরা মেলেছে ডানা। 
নিত্যনতুন জামা কাপড় হয়েছে
 তাদের জন্য আনা।
 
বস্তির শিশু পথ শিশু নতুনের 
থেকে অনেক দূরে।
তারা শুধু তাকিয়ে দেখে খাবার
 হয়তো আসবে উড়ে।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )