শুভ নববর্ষ ১৪২৯


এসো, হে বৈশাখ
*********************
বৈশাখ, তুমি থমকিয়ে যেও
       ভুবন ডাঙার মোড়ে
অভুক্তদের চাল এনে দিও
       রোজ একমুঠো 'করে।

বৈশাখ, তুমি ওদের কি চেনো
       যাদের ভেঙেছে ঘর?
পারলে,একটা ছাদ করে দিও
       ওদের মাথার 'পর।

বৈশাখ, তুমি ওই শিশুদের 
      একটা খবর নিও
ওদেরই ভবিষ্যতের জন্য
      পড়তে পাঠিয়ে দিও।

বৈশাখ, তুমি রাজপথে দেখো
       উলঙ্গ সেই ছেলে,
একটা বস্ত্র এনে দিও তাকে
       যেওনা গো তাকে ফেলে।

বৈশাখ, তুমি শুরুতে ওদের
      মুছিয়ো চোখের জল,
কালবোশেখীর তান্ডবে আর
      কোরো না ছলাৎছল। 

বৈশাখ, তুমি ওদের জীবনে
       একটুকু রং দাও
নিপীড়িত ওই শিশুদের সব
       দৈন্যতা মুছে নাও।

বৈশাখ, তুমি বার বার এসো
       থাক এই আনাগোনা
ওদের দুচোখে এঁকে দিয়ে যেও
       ভরসার আল্পনা।

সুভাশিস সরকার। 
১লা বৈশাখ, ১৪২৯

নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা আর শুভকামনা রইলো সকলের জন্য।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )