শুভ নববর্ষ ১৪২৯
কবিতা--- তোমার চোখে
কলমে---- বিকাশ যশ
----------------------------------------
তোমার চোখে দেখেছি আকাশ
শুক্ল-তিথির চাঁদ
তোমার চোখেই রয়েছে ধরা
জীবন-মরণ ফাঁদ।
তোমার চোখে দেখেছি অলো
ভালোবাসার ছবি
তোমার চোখে প্রেমের নেশাই
নাচে যেন ভৌরবী।
তোমার চোখে দেখেছি আগুন
ফাগুন ঝরা দিন
তোমার চোখেই বয়েছে সাগর
বেদনা অন্তহীন।
তোমার চোখেই বষা নামে---
ঝড়ের নাচন দেখি
তোমার চোখেই নিয়েছি চিনে
আসল কিংবা মেকী।
তোমার চোখে চেয়ে-চেয়েই
দেখেছি আলোর রবি
তোমার চোখেই দিয়েছি ডুব
হয়েছি মধু-লোভি।
--------------------------------------
Comments
Post a Comment