শুভ নববর্ষ ১৪২৯
বিষয়--নববর্ষ
শিরোনাম--নতুনের গান গাই
নীতা কবি মুখার্জী
15/4/2022
নব আনন্দে জেগে ওঠো আর তারে আহ্বান করো
নতুন বছর এসেছে দুয়ারে নতুন আশায় ভরো।
নবীন যুগের নব সম্ভার ,ধনে ধানে ফুলে ভরুক সবার
দুঃখ দারিদ্র্য দূরে যাক আর নতুন আলোর জয়জয়কার।
পুরাতন আর অশুভ যতো জ্বলে পুড়ে সব হয়ে যাক ছাই
নবনবীনের গান গেয়ে আজ নতুন সমাজ গড়ে তোলা চায়
প্রদূষণে ভরা পৃথিবীটাকে দূষণমুক্ত করবো আমরা
সকলে হাসবো, সকলে গাইবো, বাঁচবো সবাই মানুষের পারা।
অন্যায় সয়ে বাঁচার চেয়ে লড়াই করে মরা ভালো ভাই
মাথা উঁচু করে বাঁচার জন্যে লড়াই করবো আমরা সবাই
হালখাতা আর গাজন মেলায় মিলবো আমরা সব ভাই ভাই
ধনী দরিদ্র দেখবো না ভাই, একসাথে নিয়ে চলবো সবাই।
ধর্মান্ধতা অসহিষ্ণুতায় ভরে গেছে দেশ ভরেছে সমাজ
রক্ষা করতে আমার সমাজ এসো সবে মিলে করি সব কাজ
নতুন শিশুটি এসেছে যে আজ, তার বাসযোগ্য করবো সমাজ
কূটকচালীর বেড়াজাল ভেঙ্গে সুগমের পথ গড়বো যে আজ।
শুভ অবসরে করি আলিঙ্গন, দীন দরিদ্র মুচি ব্রাম্ভণ
মানুষ সবারে করি আহ্বান, গাইবো যে আজ মানবতার গান।
নিজেকে নিয়ে বিব্রত হতে আসি নাই এই পৃথিবী মাঝে
সকলের জন্য, সবার পাশে থাকবো সকল কাজে।
Copyright@nitakabi
1/4/2022
Comments
Post a Comment