শুভ নববর্ষ ১৪২৯


শিরোনাম-প্রকৃত পুরুষ
কলমে- রমা মহান্তী

ওহে, পুরুষ জাতির কলঙ্ক!
হ্যাঁ,হ্যাঁ, তোমাকেই বলছি,পুরুষ হয়ে জন্মেছ,
হওনি তবু পুরুষ!
তুমি ভাব, বলিষ্ঠ তুমি,স্বাস্থ্যবান তুমি,তুমি সুদর্শন পুরুষ,
আদৌ কি তাই?
জিজ্ঞাসা করেছো, কখনো নিজের বিবেককে,
পেয়েছো তার কোন সঠিক উত্তর?
তুমি কাপুরুষ,তুমি নর পিশাচ।

নারী দেখলেই হরমোন খেলা করে ওঠে ,শরীরের আনাচে কানাচে,
ভিতরের দানবটা জেগে ওঠে তোমার,
আর বাগে পেলে, হিংস্র পশুর মতো তোমার
বিষ দাঁত নখ দিয়ে কামড়ে আঁচড়ে ক্ষতবিক্ষত
করে তোল নারী শরীর।

নারীর পরিচয় ,তোমার কাছে শুধুমাত্র ভোগ্যপণ্য,
কি করে ভুলে যাও হে, নরদানব!
তোমার বেড়ে ওঠা কোন এক নারীর জঠরে,
পৃথিবীর বুকে প্রথম আলো দেখা,
নারীর স্তনযুগল তোমার বেঁচে থাকার প্রথম খাদ্য
নারীর কোল তোমার প্রথম আশ্রয়স্থল,
নারীর স্নেহ মমতায় তোমার লালন পালন।

পুরুষ বলে নিজেকে দাবি করে, সমস্ত পুরুষ জাতির
গায়ে কলঙ্কের কালি লেপন করো না,
চেয়ে দেখ,কতো প্রকৃত পুরুষ তোমাদের মতো
কাপুরুষদের হাত থেকে নারীকে রক্ষা করতে গিয়ে
প্রাণ বিসর্জন দিচ্ছে,নারী তাদের কাছে মার্তৃত্বের এক রূপ।

শেখ তাদের কাছ থেকে,নারীকে সম্মান দিয়ে
নিজেকে প্রকৃত পুরুষ করে গড়ে তোল,যাতে
নারী তোমাকে দেখে ভয় নয়,তোমাকে বিশ্বাস করে
ভরসা করে জীবনের চলার পথে।

সুযোগসন্ধানী,অসৎ,দুশ্চরিত্র না হয়ে 
নারীর পাশে প্রকৃত পুরুষ হয়ে দাঁড়াও,দুচোখ ভরা
কাম,লালসা না নিয়ে সম্মানের দৃষ্টিতে দেখ নারীকে।

তোমার বিকৃত মানসিকতার জন্য সমস্ত পুরুষজাতি
আজ লজ্জিত,প্রমান কর পুরুষ মানেই ধর্ষক বা দুশ্চরিত্র নয়।

হয়ে ওঠ বাবার মতো,ভাইয়ের মতো,স্বামীর মতো,
বন্ধুর মতো,প্রেমিকের মতো প্রকৃত পুরুষ।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )