Mahalaya




শিরোনাম- ওদের ঘরেও এসো মা।
কলমে-রমা মহান্তী

শরৎকাল,শিউলি ঝরে পড়ছে টুপটাপ।
কাশের দোলা,নীল আকাশে সাদা মেঘের ভেলা।
হিমেল হাওয়া, কচুপাতায় টলমল ভোরের শিশির।
বাতাসে আগমনীর সুর,দোকানে দোকানে উপচে পড়া ভিড়।

মা আসছেন।ছুটে চলেছে ওরা।
না,কোন মলে না ,পূজো প্যান্ডেলে প্যান্ডেলে। নাম লেখাবে ওরা।
নতুন একটা বস্ত্র পাবার আশায়।

সারা বছর আদুল গায়ে থাকা শিশুটি ময়লা গায়ে নতুন জামায় সেজে উঠবে।
এই কদিন ওদের আর পেটে কিল মেরে থাকতে হবে না।

প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে এই কদিন দুবেলা দুমুঠো ঠিক জুটে যাবে।
এছাড়া বাবুদের বাড়ির ভালো ভালো উচ্ছিষ্ট আর বাসি খাবার ও ওদের জন্য এই কদিন বরাদ্দ থাকবে।

দুদিন পর আবার ওদের জীবনে আঁধার নেমে আসবে,সূর্যটা যাবে অস্ত।

আঁধারের বুক চিরে একচিলতে আলোর সন্ধানে শুরু হবে আবার ওদের সংগ্রাম।
বেঁচে থাকার লড়াই।

কবে জিতবে ওরা!?কবে থামবে ওদের একমুঠো অন্ন আর বস্ত্রের জন্য লড়াই!?
কবে উঠবে ওদের আকাশে নতুন সূর্য!?

জানা নেই এর উত্তর!!

শরৎ আসবে শরৎ যাবে , বাতাসে ভেসে আসবে আবারো আগমনীর সুর। ওদের ঘরেও এসো মা । তোমার সব সন্তান যেন থাকে দুধে ভাতে।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )