Mahalaya
**** দেবী পক্ষের জননী ****
**** ধীরাজ কুমার গিরি ****
শরতের নীলাকাশে, ঐ মেঘ যায় ভেসে,
ছন্দে ছন্দে দোলা দেয় আবাহনীর সুর।
আলোকমালা ধরনী, পূজিত মা জননী,
গন্ধে গন্ধে শিউলি ছড়ায় সুবাসে মধুর।
কত হাসি আলাপন, সমারোহে এ'জীবন,
সুখের পিয়াসী মন গগনের সীমানা।
বিলাসের জয়ধ্বনি, ঐ আসে আগমনী,
সুরে সুরে বাজে সুর আনন্দে আটখানা।
লুকিয়ে দীন যারা, গৃহকোণে কাঁদে কারা,
ছিন্ন ভূষণে বাঁধে ঘর পথের ধূলায়।
জনমের অভিশাপ, এ কোন মহাপাপ,
আজীবন পড়ে রয় নিজ বন্দিশালায়?
আজি বছর পরে, কন্যা যে পিতার ঘরে,
শঙ্খধ্বনি উলুধ্বনি ঢাকের আওয়াজে।
মাটির প্রতিমাখানি, জ্বেলে ঐ দীপ আনি,
অসুর নিধনে আসে স্বর্ণ চাঁপার সাজে।
বোধন মন্ত্রে জননী, জেগেছে এ'ধরনী,
আজ বুঝি মহালয়া দেবী পক্ষের দিনে।
আলোর ঝাড়বাতি, ক'দিনের মাতামাতি,
বেদনাকে ছুঁড়ে ফেলো আনন্দঘন ক্ষণে।
Comments
Post a Comment