Mahalaya


কবিতা -মহালয়া
কলমে : শঙ্কর নারায়ন ব্যানার্জী।

পিতৃপক্ষের শেষে, দেবীপক্ষের সূচনা
সমস্যাসঙ্কুল মানুষের প্রয়াস দেবীর আরাধনা।
দশভূজা দেবী দুর্গতিনাশিনী
দুর্গতির প্রতীক অসুর নাশিনী।
বছর শেষে মানুষ মাতে উৎসবে
ছোটদের অপেক্ষা কখন নতুন জামা হবে।
উৎসবের আনন্দের মাঝেই নিরানন্দ
বন্যায় হারানো মানুষের ছন্দ।
মাঠভরা ফসল গেছে জলের নীচে
সেই চিন্তা অন্তরায় হয় ধুনুচি নাচে।
তবুও মানুষ আশায় থাকে মায়ের আশীর্বাদের
মায়ের কৃপায় শেষ হোক সকল বিপদের।



Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )