রাধা , কৃষ্ণের কবিতা, কলমে - স্বপ্না ব্যানার্জী

তল্লীন বিদুষী
নারী মহা সাহসী
আকাশ ,কুসুম গরজে ,বরষে
নাহি ভেদাভেদ , থাকি হরষে
আছ তুমি মম সাথে
কী বা ভাবি নিজ স্বার্থে
জগৎ রক্ষক পিতা তুমি মানি
শিশু সুলভ আচরণ জানি ।।

কলমে - স্বপ্না ব্যানার্জী

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )