বিদ্যাসাগরের জন্মদিন
২৬ সেপ্টেম্বর ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মদিন। এ উপলক্ষে কথাসাহিত্যিক স্বকৃত নোমানের লেখা ‘বাঙালি মনীষীদির ছেলেবেলা’ বই থেকে বিদ্যাসাগরের ছেলেবেলার অংশটুকু দেয়া হলো। বইটি এ বছর প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বাঙালির প্রাণপুরুষ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা বনমালিপুরের ভুবনেশ্বর বিদ্যালঙ্কারের পাঁচ ছেলের একজনের নাম রামজয়। ভুবনেশ্বরের মৃত্যুর পর সংসারে ভাঙন ধরল। ভাইদের হাতে চলে গেল সংসার কর্তৃত্ব। সংসার ছেড়ে দিয়ে রামজয় হয়ে গেলেন নিরুদ্দেশ। বাড়িতে রেখে গেলেন স্ত্রী দুর্গা, দুই ছেলে ও চার মেয়ে। শ্বশুরবাড়িতে বেশিদিন টিকতে পারলেন না দুর্গা। চলে গেলেন বাপের বাড়ি হুগলি জেলার বীরসিংহ গ্রামে। উমাপতি তর্কসিদ্ধান্তের মেয়ে তিনি। উমাপতি মস্ত পণ্ডিত। বয়স হয়েছে তার। সংসার দেখাশোনা করেন তাঁর ছেলে আর ছেলেবউ। অল্পদিনের মধ্যেই দুর্গা বুঝতে পারলেন, তাকে সইতে পারছে না তার ভাই ও বউদি। কথায় কথায় বউদি কটুকথা বলেন। মেয়ের প্রতি ছেলে ও ছেলেবউয়ের এমন আচরণ দেখে উমাপতি নিজের বাড়ির কাছাকাছি একটা কুঁড়েঘর তুলে দিলেন মেয়ের জন্য। ছেলেমেয়েদের নিয়ে সেই ঘরে থাকতে লাগ...