15 August 2022
আজ কবিতা নয় । কবির মনের ব্যথা ভরা লেখা।
আঁকতে আমি পারিনা একটু চেষ্টা আর কি😊
ব্যার্থ জননীর ৭৫ এ আগষ্ট
*****************
সুতপা মাপারু, সাঁতরা গাছি, 17/7/22
বাংলার আষাঢ় মাসের শেষ দিন আজ।
আকাশ জুড়ে সাদা কালো মেঘের খেলা
তেমন বৃষ্টি নেই। এই ছিটেফোটা তেই মধ্যবিত্ত
ঘরের ছেলে মেয়েদের স্কুল যেতে বড়ই নাকাল,
এই বুঝি বৃষ্টি এলো ঝেঁপে! মায়ের বকার কারনে
ভিজতে চাইলে ও ভিজতে আর পারে না তারা।
আর অন্যদিকে চাষিরা হা-পিত্তিস করে অপেক্ষা করছে মুষলধারার জন্য। আমার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও এই চাষিরাই দুবেলা পেটের যোগান দেবার জন্য হিমসিম খায়! চাষি বাপ ও স্বপ্ন দেখে, আমার ছেলে মস্ত ডাক্তার হবে! চাষি স্বপ্ন দেখে না যে, তার ছেলে চাষাবাদ নিয়ে পড়াশোনা করে চাষ শিল্পের বৈপ্লবিক পরিবর্তন আনবে!!
অথচ ৭৫ বছর আগেই ৩০০ বছর
ধরে ব্রিটিশ ছুঁচ হয়ে ভারতে ঢুকেছিল এই মাটির লোভেই। এই মাটিতেই তারা ভারতীয় চাষিদের শ্রমিক তৈরি করে সোনা ফলিয়ে সমস্ত লুঠ করে ফাল হয়ে নিজেদের দেশকে প্রতিষ্ঠিত ও সুদৃঢ় করেছে। হ্যাঁ ওরা
চালাক অনেক বুদ্ধিমান কিন্তু আমাদের বুদ্ধি, চালাকি ওরা কবে দেখবে!?
সত্যিই মলয় দা ঠিকই বলে আমাকে পাগলী! খেয়েদেয়ে কাজ নেই ওরা দেশের জন্য
ভাববে😔 ৫-১০ রাজনীতি দল শুধু আমাকে ভোট দাও ভোট দাও করার জন্য জন্ম। রাজনীতি দল গুলোর উদ্দেশ্য,*ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে*
তা নয়! আমি আমার প্রজন্ম ও নিজ দলবল আর ভারত দখল।
ইংরেজদের তারিফ করতে হয় ভারতকে
চুষে নিজেদের রাজপাট গঠন।স্বদেশী বীর সন্তানরা অকাতরে প্রাণ দিয়ে গেছে! ওরা ও তো ব্রিটিশ দের পা চেটে সুন্দর জীবন যাপন করতে পারতো! কিন্তু করে নি । পরাধীন মায়ের সন্তানদের রক্ত সবসময় ই আলাদা।
স্বাধীন দেশের সন্তানদের রক্ত ভোগাস।
পশুরা উন্নত নয়, তাই তারা নিজেদের মধ্যে কামড়া- কামড়ি করে মরে কিন্তু 5G Android ফোন ব্যবহার করা আঁতেল মানুষ গুলোর কি একবার ও ইচ্ছা করেনা, রক্তচোষা ব্রিটিশ কে দেখাই ভারতে বীরসন্তানরা আজ ও জন্মায়!!!!
যে মাটির টানে ওরা পাষারচালে ভারত মা কে বস্ত্রহরণ করেছিল সেই মাটি আজ কি শুধুই বিল্ডিং কংক্রিটের পরিচয়? স্বাধীন ভারতে শুধুই কি প্রকল্প!
ব্রিটিশদের দেখানোর মত আজ আর বীর সন্তান দের মা প্রসব করে না? আমি ও এক ব্যার্থ জননী😔
পরাধীন ভারত সহ স্বাধীন ভারত এমন করে কত যে আষাঢ়, শ্রাবণ বা AUGUST পার করেছে বলার মত নয়!!
মাঝে মধ্যেই কুক ডেকে কেঁদে ওঠে প্রাণ, ভারত মাতা যদি পরাধীন থাকতো তবে স্বদেশী হতাম।
সবার চোখে ধুলো দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার নয় বরং প্রকৃত দেশ সেবক হতাম । ফুলের তোড়া, ব্যাচ নিয়ে মঞ্চ কাঁপাতাম না🙏
🙏❤জয়হিন্দ, বন্দেমাতারম, ভারত মায়ের জয়❤🙏
Comments
Post a Comment