শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ৩ )
শ্রীরামপুর - এর ইতিহাস - তৃতীয় পর্যায় লেখা শুরু করলাম - ৩ ) শিল্পায়ন কাল - দিনেমার শাসনের শেষের দিকে শ্রীরামপুরের পরিচালন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। ইংরেজ কোম্পানি শ্রীরামপুরের মালিকানা কবলিত করেই জনসাধারণের সুখ - সুবিধার দিকে নজর দেয়। অবশ্য এ সংক্রান্ত একটি ' ভিলেজ কমিটি ' আগে থেকেই ছিল।এ প্রক্রিয়াতেই শ্রীরামপুর পৌরসভা স্থাপিত হয় ১৮৬৫ সালে। রিষড়া এবং কোন্নগরও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। সে সময় শ্রীরামপুরের সমাজের শিরোমণি ছিলেন উচ্চবর্ণ ও বিত্তশালী শ্রেণির মানুষজন । তাঁদের জীবনধারায় না ছিল কোন আধুনিকতার ছাপ, না ছিল বিন্দুমাত্র নগর মনস্কতার চিহ্ন। এঁরা ছিলেন প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক এবং এই সংস্কৃতির প্রতি গভীরভাবে আস্থাবান। এ সময় সর্বভারতীয় অর্থনীতিতে চলছিল দারুণ দুর্দশা। শ্রীরামপুরেও কাজের সন্ধানে এসে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার ও উড়িষ্যা রাজ্যের কৃষি - শ্রমিকরা। ব্রিটিশ মালিকানায় যখন...