Posts

Showing posts from May, 2022

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ৩ )

Image
শ্রীরামপুর - এর ইতিহাস - তৃতীয় পর্যায় লেখা শুরু করলাম - ৩ ) শিল্পায়ন কাল -                  দিনেমার শাসনের শেষের দিকে শ্রীরামপুরের পরিচালন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। ইংরেজ কোম্পানি শ্রীরামপুরের মালিকানা কবলিত করেই জনসাধারণের সুখ - সুবিধার দিকে নজর দেয়। অবশ্য এ সংক্রান্ত একটি ' ভিলেজ কমিটি ' আগে থেকেই ছিল।এ প্রক্রিয়াতেই শ্রীরামপুর পৌরসভা স্থাপিত হয় ১৮৬৫ সালে। রিষড়া এবং কোন্নগরও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়।              সে সময় শ্রীরামপুরের সমাজের শিরোমণি ছিলেন উচ্চবর্ণ ও বিত্তশালী শ্রেণির মানুষজন । তাঁদের জীবনধারায় না ছিল কোন আধুনিকতার ছাপ, না ছিল বিন্দুমাত্র নগর মনস্কতার চিহ্ন। এঁরা ছিলেন প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক এবং এই সংস্কৃতির প্রতি গভীরভাবে আস্থাবান।            এ সময় সর্বভারতীয় অর্থনীতিতে চলছিল দারুণ দুর্দশা। শ্রীরামপুরেও কাজের সন্ধানে এসে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার ও উড়িষ্যা রাজ্যের কৃষি - শ্রমিকরা। ব্রিটিশ মালিকানায় যখন...

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ২ )

Image
শ্রীরামপুর এর ইতিহাস -  দ্বিতীয় পর্যায় লেখা শুরু করলাম - ২) নগরায়ণ কাল -               প্রায় একশত বছরের এই পর্যায়কাল শুরু হয় দিনেমারদের ভূমি অধিগ্রহণের মধ্য দিয়ে ।দিনেমার কোম্পানি আঠারো শতকের মাঝামাঝি তে দক্ষিণ ভারতের ট্যাঙ্কোবার কুঠি থেকে সোয়েটম্যন নামে একজন প্রতিনিধি কে বাংলার নওয়াবের কাছে পাঠায় । তাদের উদ্দেশ্য ছিল বাংলায় বাণিজ্য করার অধিকার লাভ করা । নওয়াব আলীবর্দী খান কে নগদ ৫০ হাজার মুদ্রা ও প্রচুর উপহার এর বিনিময়ে সোয়েটম্যান বানিজ্য করার আদেশ পান। ১৭৫৫ সালে সোয়েটম্যন এক লক্ষ আশি হাজার টাকায় শ্রীপুরে তিন বিঘা ও আকনায় সাতান্ন বিঘা জমি কিনে কুঠি - বন্দর স্থাপন করেন।এরপর ই দিনেমাররা শ্রীরামপুর, আকনা ও পিয়ারাপুর মহল বার্ষিক ১৬০১ টাকা খাজনায় শেওড়াফুলির জমিদারদের কাছ থেকে নিয়ে নেয় ।এই ভাবে মোট ১৬৮০ বিঘা জমি সংগ্রহ করে তাদের কারখানা কে খড়ের ছাউনি দিয়ে,একটি বিশাল পাঁচিল দিয়ে ঘিরে দেয় । উত্তর সীমানা বরাবর পিয়ারাপুর অবধি খাল খনন করে। ডেনমার্কের পঞ্চম ফেডরিকের নাম অনুসারে সদ্য কেনা জায়গার নাম দেন ফেডরিক্সনগর। এভা...