শুভ নববর্ষ ১৪২৯


নতুন বছর তোমাকে
*******************
নুতন আশা,নুতন ভাষা
নুতন সুরে গান,
নুতন চেতন,নুতন মনন
কাব্য অভিযান।

আশায় বাঁধে আশ,
নুতন নুতন অভিলাষ
ভালোবাসার সুখে অচল
দীর্ণ অতীত লাশ।

অভিমানের ছুটি যে আজ
নুতন পরিধান,
নুতন সুখের সুরে মাতুক
নব্য প্রণিধান।

কষ্ট জীবন,নষ্ট বেদন
দর্পে করুক বাস
পরিত্রানে,সসম্মানে
বিশ্বে ভরুক শ্বাস।

রবির আলোয় উদ্ভাসিত
আজকে নুতন ভোর,
বৈশাখী আজ বাঁধুক রাখী,
মায়ার বাহুডোর।।।।

শ্রাবনী ঘোষ

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )