শুভ নববর্ষ ১৪২৯
মনে আছে?
অঞ্জনা
ঠিক কতবার আনফ্রেন্ড, মনে আছে?
প্রশাসকের আসনে বসে ব্লক নিয়ম বহির্ভূত
তাই ব্লক নয় প্রথমে--তবু রাখতে চেয়েছিলাম বিচ্ছেদ,
খানিক তফাৎ স্বজ্ঞানে ;মনে পড়ে?
সেই সুযোগে বিভিন্ন লেখায় বড়ো বড়ো মন্তব্য,
হয়তো হয়েছিলাম মহিয়সী, গন্তব্য |
পরে জেনেছি এসবে আপনি অভ্যস্ত ; প্রমান ও পেলাম অনেক |
অক্ষরের মায়াজালে খানিক নরম মনে আন্দোলন আমারো
লাগামছাড়া গলে গিয়ে
অবিশ্বাস -বিশ্বাসের দোলাচলে গড়া সম্পর্ক, মনে পড়ে?ভাগ্গিস সীমানায় শব্দ!
সেদিনও ছিল আনফ্রেন্ড যখন বহিরাগতের কৌতূহল
'কি রে দাদা তোকে করেছে প্রপোজ "?অনর্গল ;
চাইনি দুই ব্যক্তির মাঝে তৃতীয়ার গলানো নাক বা কোনো এক পক্ষের অসম্মান বা আলোচনা
নীতি বিরুদ্ধ আমার |
তাই বিনা উত্তরে সরাসরি ফোন, আনফ্রেন্ড হলো ফ্রেন্ড ততক্ষন "-আপনি কি কিছু বলেছেন?"
সেই হলো আবারো সংযোগ, মনে পড়ে?
যৌথ গড়া সম্পর্কে, শুধুই কি নারী দোষী?দেওয়াল লিখন?
বহিরাগত কি মুখপাত্র? আপনার ই আহ্বান |
তাদেরকে দলে টেনে সুরক্ষিত বলয় ----প্রসস্থ নিজের পথ, অন্যকে অ পদস্ত, ক্ষয়!
প্রবেশ অধিকার দেওয়া আপনার __
প্রশ্ন ওঠে ---
কেন দিয়েছিলেন প্রশ্রয়? কেন নয় প্রতিরোধ প্রতিবাদী?
এ মহিলা নির্ঘাত দশ ভাতারী, কীট--পর্যালোচনায় আপনি,নীরবে সম্মতি ;
হ্যাঁ হ্যাঁ আপনি, পাল্টানো রঙ |
আপনি,,,, তবে ধোয়া তুলসী?
মনে পরে কি কিছু,,, বিবেকের দংশনে?
দল বলে আক্রমণ আজ, ধর্ষক রূপে ___অপবাদে!
কিছু কি মনে পড়ে ... অতীতের দিনলিপি |
মনে কি পড়ে ?
Comments
Post a Comment