আইনস্টাইন এর জন্মদিন উপলক্ষে লেখা
সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন। আবার বিতর্কিতও বটে। আনপ্রেডিক্টেবল। নানাদোষে দুষ্ট। স্ত্রী মিলেভা ছিলেন অত্যন্ত মেধাবিনী, ফিজিক্স ও গণিতের নামী ছাত্রী। সহপাঠী আইনস্টাইনকে তিনি সবার অমতে বিয়ে করেছিলেন। বিয়ের প্রথম দিকে মিলেভা অনেক কষ্ট করেছেন। আইনস্টাইনের মা তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে মেনে নেননি। মেধাবী হলেও মিলেভা সুন্দরী নন, পায়ে ছিল খুঁত। শাশুড়ি 'ডাইনি' সম্বোধনে তাঁকে লিখেছেন একের পর এক অকথ্য চিঠি। আইনস্টাইন তখন পেটেন্ট অফিসে সামান্য চাকরি করছেন। সেই দুঃসময়ে মিলেভা আগলে রাখছেন সংসারকে, সামলাচ্ছেন সন্তানদের। "ওদিকে আইনস্টাইন অফিসের সময় চুরি করে দিস্তার পর দিস্তা সাদা কাগজ ভরিয়ে ফেলছেন গণিতের আঁকিবুঁকিতে। শেষ পর্যন্ত ১৯০৫ সালে এসে মোড় ঘুরে যাচ্ছে আইনস্টাইনের জীবনের। একে একে পাঁচটি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করছেন তিনি। একটি পরমাণুবিষয়ক, একটি আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা, আর তৃতীয়টি বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি। এরপরই নড়েচড়ে বসছে বিজ্ঞানবিশ্ব। আইনস্টাইনকেও আর চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে গবেষক কাম অধ্যাপকের পদে চাকরি পাচ্ছেন। প...