আজকের দিনে
আজকের দিনে ------------------প্রখ্যাত সরোদ শিল্পী ও ভারতীয় বৃন্দগানের দিশারী তিমির বরণ(তিমির বরণ ভট্টাচার্য) এর ১২০ তম জন্মদিন।পণ্ডিত উদয় শংকরের সহযোগী ছিলেন।রবীন্দ্রনাথ ঠাকুরের 'ক্ষুধিত পাষাণ' নাটকটিকে সাংগীতিক মূর্ছনায় ভরিয়ে তুলেছিলেন।বিশ্বভারতী তাঁকে 'দেশিকোত্তম' উপাধিতে ভৃষিত করে।জন্মদিনে শ্রদ্ধা ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।বঙ্গ নাট্যালয়ের স্রষ্টা যতীন্দ্রমোহন ঠাকুর ১৯০৮ সালের আজকের দিনে জন্মগ্ৰহণ করেন।।জন্মদিনে শ্রদ্ধা ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।বিশিষ্ট সাংবাদিক,নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ,অমৃতবাজার পত্রিকার(বাংলা ও ইংরেজি)প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ এর ১১৩ তম জন্মদিন ।জন্মদিনে শ্রদ্ধা ।।।।প্রখ্যাত সংগীতজ্ঞ ,বিষ্ণুপুর ঘরানার শিল্পী আচার্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ১৮৯০ সালে আজকের দিনে জন্মগ্ৰহণ করেন।বিশ্বভারতী এই মহান শিল্পীকে 'দেশিকোত্তম' উপাধিতে ভূষিত করে।জন্মদিনে শ্রদ্ধা ।।সুদূর ইংল্যান্ড থেকে জাহাজে চেপে ১৬৯০ সালে ২৪ অগস্ট রবিবার সুতানুটি গ্ৰামে গঙ্গার ঘাটে এসে নামলেন জব চার্ণক।তারপর সুতানুটি,গোবিন্দপুর ও কলকাতা এই তিনটি গ্ৰাম নিয়ে কলকা...